অদিতি দেখেছি সেদিন শোভিত অয়নে
অনুসূয় তুমি তখন অতসী বাহিত
শিহরণে আপ্লুত বোধ নিস্তব্ধ শায়িত
বহতা যমুনা মতন অশরণ নয়নে।
চেরা আঁখি, ভরা দিঘী, নিকষ-কালো অমল
মায়ায়-ভালবাসায় জীবন পূর্ণ রবে হেথা
ডুবিয়ে মন, মিলিয়ে প্রাণ, অহরাত্রি সেথা
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয় দেখ অর্বুদ কমল।
চেতনে ছুঁয়ে একদিন অশরীরী লাভা
বুনো উল্লাসে বেড়োয় লুকায়িত পশু
পড়ে আছে অনাদরে উপেক্ষার পায়জামা
স্বপ্নজড়িমার অবসান দেখে রিক্ত বসু
লিখিত হবেনা কখন সুদীর্ঘ্য প্রেমনামা
মরণেই গড়বে তাজমহল রাজসাক্ষী যিশু।