করোনা মালিক তুমি কেন আজ
ঘুম কেড়ে নিলে রাজা হতে প্রজার।
এপার হতে ওপরে,সবাই এক সাথে
তোমার করুণা চেয়ে কাঁদে দিবা-রাতে।
হে মালিক আমাদেরকে পথ দেখাও
এই মৃত্যুর ফাঁদ করোনা থেকে বাঁচার।
ক্ষমা করে আর উঠিয়ে নাও গজব
তোমার রহমত দিয়ে সুস্থ কর
করোনায় আক্রান্ত যত আজ।
হে প্রভু ধৈর্য আর সাহস দাও মোদের
করোনা পঙ্গপালের পরীক্ষায় উন্নিত হওয়ার।
ধর্ম কি'বা জাত ভুলে সবাই চাই রহমত
তুমি চাইলে রাখতে পরে সবাই কে নিরাপদ।
আল্লাহ ক্ষমা কর, আমাদের মাফ কর।