মানুষকে মানুষ মনে করি
হোক কালো কিংবা খাটো
পঙ্গু,বোবা,বয়রা বা অন্ধ
সবাই তো স্রষ্টার সৃষ্টি মানুষ।
কারো দৌর্বল্য কেন হাসো
খোদার সৃষ্টির ত্রুটি খোঁজ
শ্রেষ্ঠ জীব মানুষ ভুলেছ
স্রষ্টার সৃষ্টিকে তুমি ঘৃণা কর।
স্বয়ংসম্পূর্ণ তুমি নয় ধন্য
খোদার চাইলে হওয় চিন্ন
আশুদিনে হয় তাহার নিম্ন
স্রষ্টার মায়ায় তুমি আজো পুণ।
ধনী গরিবের বিবাদে মজুন
সাদা দেখে কালো চোখ নষ্ট
লম্বা মাথায় বুদ্ধি তোর খাটো
মানুষকে হিংসায় বহুলোক বিলুপ্ত।
সাদা-কালো, লম্বা-খাটো
পঙ্গু, আন্ধ, বোবা নয়
সবাইকে ভালোবেসে মানুষ হয়।