হৃদয়ের মাঝে কষ্টে হিমালয়
দুই চোখ দিয়ে ঝড়ে রক্ত।
যে-ই নিশিতে তোমার বচন
আমার ঘুম কেড়ে নিলো।
শিউলি দিবা-নিশি গগন পন্ডে
শয়নে-স্বপেনে ক্ষতবিক্ষত হৃদয়ে
আমি তোমায় খোজি।
আমার রক্তে হলি খেলে
লাল বেনারসিতে তুমি।
তুমি ছিলে দেবী আমার সরস্বতী
গুণবতী মায়াবী মহা রমণী,
সেই তুমি আজ কাল নাগিনী।
নারীর রুপে আমার সরলতায়
নিজের ইচ্ছে মত কর ধ্বংস,
বিন্দু বিন্দু স্বপ্ন কুড়িয়ে গড়া
আমার ক্ষুদ্র জীবন টাকে।
তুমি সুখ পাখি হয়ে ছুট
দিক থেকে দিগন্তে
হৃদয়ের কামনার রাজার রাজ্যে,
স্বপ্নে নিলিমায়।