হাজার কোটি ফুলের মাঝে
যে ফুল হিয়ার মাঝে ফোটে
ফুলের রাণী শিউলি সে ফুল।
সে ফুলের সুভাষের টানে আমি
ক্ষণে ক্ষণে ভোমর হয়ে ছুটি
পৃথিবীর বুকে ফুলের উপবনে,
যদি না পাই উন্মাদ হয়ে যায়।
জোছনার রাতে স্বপ্নে ঘুমের ঘরে
স্বর্গের যে ফুল আমার তরে আসে,
লক্ষ্য কোটি মানুষের ভিড়ে আমি
তোমার মাঝে সে ফুল খোঁজে পাই।
ফুলের বাগান হবে আমার আঙ্গিনা
নিশিদিন যেনো ফুলের মাল্য পাই,
পূর্ণিমার রাতে ফুল বাগানে বসে
শিউলির সাথে জোছনা মাখায়।