আমি একদিন চলে যাব
তোমাদের কোলাহল ছেড়ে,
আর ফিরব না কোনো দিন
মম এই জগত সংসারে।
জগত আজ চেয়ে গেছে
অশুভ কালো মেঘে মেঘে,
রৌদ্রহীন ফুলের মত সত্য
দিরে দিরে মাটিতে মিশেল,
আমিও একদিন মিশে যাব
ফিরব না জগত সংসারে।
তোমরা সবাই পশুর মত
মানুষকে মারছ দুখে দুখে,
মানবতা আজ হারিয়ে গেছে
মানব জাতির বিবেক থেকে,
আমিও একদিন হারিয়ে যাব
ফিরব না জগত সংসারে।
যদি নব-দিগন্তে সূর্য উঠে
জগত ফুলে ফুলে মুগ্ধ হবে,
মনুষ্যত্বে সুভাষে থাকবে সবাই
শুধু আমি থাকব না সংসারে,
আমি একদিন চলে যাব
ফিরব না জগত সংসারে।