বাংলা আমার রাষ্ট্র ভাষা
আমার মাতৃভাষা নই,
চাঁটগাঁইয়া আমার মায়ের ভাষা
আমি চাঁটগাঁইয়া কথা কই।
চাটগাঁ আমার আলো বাতাস
চাঁটগাঁইয়া কথায় আমি বাঁচি,
বাংলা আমার অহংকারে
আমি চাটগাঁইয়া কথা বলি।
চাঁটগাঁইয়া ভাষায় মধুর খনি
বাংলা আমার রাষ্ট্র ধ্বনি,
ভিনদেশী ভাষার মাঝে
মোরা সভ্যতার গন্ধ খুঁজি।
বিশ্বের কাছে আমার ভাষা
আমি খুঁজি তাদের ভাষা,
চাঁটগাঁইয়া ভাষার গভীরতায়
মুগ্ধ আজি বিশ্বে দাদা।
আমার শিশু কয় কথা
বুঝে না আমার মাতাপিতা,
দাদা বাবুর কাছে শিখবে
আমার বাঙালি সভ্যতা?।
আমি বলি চাঁটগাঁইয়া তুমি
লজ্জায় কেন তোমার ধ্বনি?
বুকের পাঁজর খোলে বলি
আমি চাটগাঁইয়া কথা বলি।