পৃথিবীর বুকে কচুরিপানা হয়ে
আজো বেঁচে আছি মরার মতো,
সেই সব মানবের স্বরূপ দেখতে
যাদের অনায়াসে সলিল পাথর।
উপায়নের মূল দিতে না পারায়
বন্ধুদের অবহেলার সেই ব্যথা
জীবনটা নজরানা বানিয়ে দিল।
অবহেলা আমার জীবনের সঙ্গি
যে দিকে যায় বা যার কাছে যায়
শুধু অবহেলা আর অবহেলা।
ছোট কিংবা বড় আপন বা পর
মিষ্টি মুখে ফাঁকা ভালোবাসা বাণী,
এমন বিলাসী আমি কেউ জানেনা
ঝরনাধারা বয় আমার দুটি চোখে।
অবহেলা কে অক্সিজেন বানিয়ে
তোমাকে সঙ্গি করে বাঁচতে চাই।
জীবনের শেষ বেলায় পর্যন্ত
আমি তোমার অবহেলা চাই।