মায়া-মমতায় ভরা মনোরম পৃথিবীতে
কত কাল বাঁচার স্বপ্ন দেখেছিলাম।
কখনো ভাবিনি আনন্দময় জগতের
অন্তরালে থাকা এই ভবকারা জীবন।
চোখে ঝড়া দুঃখই আনন্দের অশ্রুজল
ভবের ভালবাসায় বাঁচতে চেয়েছিলাম।
পৃথিবীর আলো বাতাস কেমন যেন
নিজের মতো করে আমায় ভাবছে না
আগের যে ভালোবাসা তাও পায় না।
এখন শুনিনা পাখির সুরে ভাটিয়ালি গান
বাতাসে নেই সে সুভাষিত ফুলের ঘাণ
একে একে আমাকে ভুলছে কেন আজ।
দুঃখ গুলো মুছতে তারারা দেখে বাঁচি
অন্ধকারে জীবন রাতে নেই জোনাকি।
হয়তো অবেলায় চলে যাবো অগোচরে
দুঃখ ভরা হৃদয় নিয়ে নিজে অজান্তে।
হৃদয় ভরা প্রেমে মৃত্যুকে করি আলিঙ্গন
ফিরবো না ভবে পথচারীর বাধা হয়ে।