তুমি পাখি চেয়ো
তবে উড়ে যেও না!

তুমি অমাবস্যা চেয়ো
তবুও দুঃখবিলাস করো না!

তুমি বৃষ্টি চেয়ো
তবুও অশ্রু ফেলো না!

তুমি সমুদ্র চেয়ো
কিন্তু তলিয়ে যেও না!

তুমি গোলাপ চেয়ো
তবে হাত কেটো না!

তুমি আঁধার চেয়ো
তবে হারিয়ে যেও না!