সবাই বলে নারী তুমি চাঁদের মতো হও,
চাঁদের মতো একলা হয়ে আলোকিত করো সব।

আমি বলি নারী তুমি চাঁদের মতো নও,
চাঁদের মতো কলঙ্কিত হওয়া তোমার জন্য নয়।

সবসময় মাথায় রাখবে একটি কথাকে,
চাঁদ কিন্তু আলো ছড়ায় অন্যের ভরসাতে।

তা-ই আমি বলি নারী তুমি চাঁদের মতো নও,
নারী তোমাকে হতে হবে উত্তপ্ত সূর্যের বলয়। 

যে সূর্যের রয়েছে নিজস্ব আলো, শক্তি, উত্তাপ
নারী তোমারও থাকতে হবে তেমনি কিছু প্রতাপ।

চাঁদের দিকে চোখ তুলে তাকানোটা যেমন সহজ কাজ,
সূর্যের দিকে চোখ তুলে তাকানোটা তেমনি কঠিন কাজ।

এজন্য নারীজাতিকে হতে হবে উত্তপ্ত সূর্যের মতো,
যে-ই সূর্যের দিকে কূদৃষ্টি পরবে না-কো কারও।

তাইতো আমি বলি নারী তুমি সূর্যের মতো হও,
সমাজে যার থাকবে নিজস্ব আলো,শক্তি, পরিচয়।