তুমি ছাড়া ব্যাকুল আমি,
তুমি ছাড়া অশ্রু।
তুমিহীন পাগল আমি,
তুমিহীন জড় বস্তু ।
তুমি ব্যতিত মৃত আমি,
তুমি ব্যতিত নিঃশেষ।
তুমি কী না সেই মানুষ
যার অতলে আমি শেষ।
তুমি ছাড়া আঁধার আমি,
তুমি ছাড়া অমাবস্যা।
তুমি ব্যতিত নির্লিপ্ত আমি,
তুমি ব্যতিত ঝর্ণা।
তুমিহীন অস্তিত্বহীনা আমি,
তুমিহীন ব্যথিত।
তুমি কী না সেই ব্যক্তি,
যার সম্মুখে আমি সিগ্ধ।
তুমি ব্যতিত মূল্যহীন সবই,
তুমি ব্যতিত ছারখার।
তুমি ছাড়া উগ্র আমি,
তুমি ছাড়া হিংস্র।
তুমিহীন ভৃত্য আমি,
তুমিহীন ভঙ্গুর।
তুমি হলে সেই
ব্যক্তিত্ব যার মাঝে,
হারিয়েছি আমি
নিজ অস্তিত্ব।