শীতকাল মানে কুয়াশা চাদরে আবৃত চার - পাশ,
শীতকাল মানে পিঠা-পুলি আর পায়েস খাওয়ার তা - ল।
শীতকাল মানে ঠান্ডা ঠান্ডা খেজুর রসের হাঁ - ড়ি,
শীতকাল মানে সারা মাঠভর সরষে ফুলের সা - রি।
শীতকাল হলো আমার কাছে প্রিয় জন্মদিনের মা - স,
শীতকাল হলো আমার কাছে শিশিরসিক্ত সজীব সবুজ ঘা - স।
শীতকাল হলো আমার কাছে সর্বসেরা ঋ - তু ,
শীতকাল হলো আমার কাছে মোহিত পরশ কল্পনাময় কি - ছু !!