এক যে ছিলো বাঘ
বাঘের কত রাগ,
চোখ তার লাল
গায়ে ডোরাকাটা ছাল।
যা রে দেখে তারে
কামড় দেয় স্ব-জোরে,
কামড়ালে একবার
নিস্তার নাই তার।
লাল হয় চোখ যখন
দেখলে বড্ড ভয় লাগে তখন,
তাই যেওনা বাঘের খাঁচায়
দিব্যি দাও বাঘের মাথায়!