ছোট্ট নাদু যাবে স্কুলে
মজায় মজায় আছে,
হেলে-দুলে নেচে-গেয়ে,
বাড়ি মাথায় তোলে।
ব্যাগ গোছাতে গিয়ে
যখন দেখে,
তার টিফিন বক্সটি নাই!
রেগেমেগে কেঁদে-কুটে
আবার তোলে বাড়ি মাথায়,
তারপর দাদু যখন
ম্যাজিক করে
টিফিন বক্সটি আনে।
সেই দেখে তো ছোট্ট নাদু
নাচতে শুরু করে,
বাড়িসুদ্ধ সবাই তখন
হাসিতে ফেটে পড়ে!!