সময়ের সেই সন্নিহিত মায়া-জালে,
জটিল সঞ্চারিত পথে হেঁটে,
ক্ষণস্থায়ী মুহূর্তে চিরন্তন,
আকাঙ্ক্ষা মিশে।
সীমাহীন উচ্চতার বাণী গেঁথে,
তীব্র আগ্রহের সম্মুখে।
আমি কভু নৃত্য করি,
সেথায় যেথায় মহাসমাহিত
মিলন ঘটে ভাগ্য ও ইচ্ছায়।
সত্যের সন্ধানে অদৃশ্যের রহস্য,
খুঁজে চলি নেপথ্যে,
শব্দ তো মোহ মাত্র,
আলোই তো হৃদয়ে আঁধার ভিজে।
চলন্ত পথে নিঃশব্দে
ভগ্নহৃদয় হাতে,
এক নতুন দিগন্ত খুঁজি।
যেথায় শব্দ একটি ছায়া,
অর্থ হলো সেই প্রস্ফুটিত আলো।
যা দিবে এই আত্মাকে
পরিশুদ্ধি কারণ,
বিশ্ব প্রান্তে আমি কেবলমাত্র
এক রহস্য জীবন্ত রূপে!