আমি মানুষটা বড্ড খারাপ
স্বার্থপরতায় ভরা,
কারও মুখে হাসি ফোটাতে
পারি না নাট্য ধারা!
নাটক যে বড় কঠিন জিনিস
সকলে পারে না তা,
তাই তো বুঝি আমি মানুষটা
নাটক বহির্ভূতা।
রঙ্গমঞ্চে মিথ্যে অভিনয়ে রসদে
ভরায় যারা,
মুখোশের আড়ালে তাদের মতো
নিঃস্বার্থহীন আর কারা?