সাত সকালে মিঠিঝোড়ায়
মত্ত হয়ে ভাবি,
দুঃখ ছাড়া জীবনটা
মোর বড্ড খাকি!
তপ্ত রৌদ্রময় দিবালায়,
নিজেকে পুড়িয়ে দিয়ে।
অনুভূতি মোর নাড়িয়ে চলে,
সিক্ত বাতাস বেয়ে।
ছন্নছাড়া পদচারনায়,
গোধূলি লগ্নে মিশে।
নিজেকেই যেন হারিয়ে ফেলেছি
দমকা হাওয়া পেয়ে!