হেমলোকে মায়াবী
শীতে উদাসীনি,
বসন্তের রঙে আমি
হইয়াছি উন্মুক্ত পলাশীনি!
রক্তাভ প্রসূনসম হৃদয়ে
কাটিতেছে দাগ,
ক্ষণিক আলোকে তব
জানাইল আগমনীর পূর্বাভাস!