আকাশ জুড়ে কালো মেঘ
ভাসছে দ্যাখো ঐ,
বৃষ্টি এবার এলোই বুঝি
ঠেকাতে পারবে না কেউ।
বৃষ্টি এলে ভিজবো আমি
মনের আনন্দে,
মা আমাকে বারণ করলে
শুনবো না মোটেই।
বৃষ্টি ফোঁটার তালে তালে
গাইব সেই গান,
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
নদেয় এলো বান।