আকাশ জুড়ে মেঘ জমেছে
বাদলা নামবে যে,
ভিজতে বড় মন চাইছে
বৃষ্টি জলেতে।
বাহিরে এখন মুষলধারে
বৃষ্টি পড়ছে,
মা আমাকে আগেই বলেছে
যেতে দেবেই না যে।
ঘরে বসে জানালা দিয়ে
দেখতে পাচ্ছি সব,
মনের মধ্যে বৃষ্টির ঘণ্টা
বাজছে ঢং ঢং!
কী আর করব আমি?
করার কিছুই নেই,
মায়ের মর্জির বিরুদ্ধে গিয়ে
কিছুই করবো না যে!