ওহে প্রসূন,
তোমার মৃদু সুগন্ধী গন্ধসুধার
স্রোত ছড়াইয়া দাও,
চন্দ্র যাহা অধি কোমল
হাস্যে হাসিয়া উঠিয়াছে,
যাহা ভাঙিয়াছে
আকাশের সীমানা!