"জীবনের নৃত্যে, আমি খুঁজে পাই কল্যাণ,
স্বপ্নে উড়ে বেড়াই, হৃদয় আমার স্থানে।
কৌতূহল ছন্দে বাঁধে, অভিযানের গানে,
প্রত্যেক ক্ষণে জীবন, আমি যেখানে পেতে চাই মানে।"