আমি খাবো গরুর গোশ,
তুমি খাবে মুরগির রোস্ট।
আমি করব অনুষ্ঠান হোস্ট,
তুমি খাবে আমার সুস্বাদু টোস্ট।
আমি হবো গুরু তোমার,
তুমি হবে শিষ্য আমার।
আমার আছে রক্তচক্ষু,
তোমার আছে অজস্র অশ্রু।
আমি হলাম দেশদ্রোহী,
তুমি আবার দেশপ্রেমী।
আমি হবো তোমার রাণী,
তুমি শুনবে আমার বাণী।