আমার কালো কে-শ,
দেখতে লাগে বে-শ।
মসৃণতায় শ্রেষ্ঠ স-বা-র
দেখতেও লাগে সুন্দর আ-বা-র।
পবনের সাথে সখ্যতা তা-র,
সাক্ষাৎ হলেই মেলায় তা-ল।
শোচনীয় করে অবস্থা আ-মা-র,
জট ছাড়িয়ে আছড়াতে আ-বা-র।
এই কেশের দরকার নে-ই
বলে যখন কে-উ,
ইচ্ছে করে বদলে ফে-লি
তার এমন চুলের ঢে-উ।