শিমুল ফুল লাল তবে
তাতে গন্ধ নেই,
ঠিক তেমনি সাদা গোলাপে
স্নিগ্ধতা আছে বেশ।

রক্ত জবার লাল রংটি 
দেখলে জ্বলে চোখ,
কৃষ্ণচূড়ার লাল রঙেও
রয়েছে বিক্ষোভ। 

বকুল ফুলের মোহিত সুবাস
শান্ত করে বুক,
অপরাজিতার ভিন্ন রং
প্রসংশা কুড়ায় খুব।

সূর্যমুখী-ড্যাফোডিলের
হলুদ সমারম্ভ,
প্লুমোরিয়া-ম্যাগ্লোলিয়ার
বৈচিত্র আরম্ভ। 

এস্টার ফুলের ভিন্ন বর্ণে
ভালোবাসা আছে বেশ,
জুঁই ফুলের সুগন্ধিতে
প্রেমের আছে রেশ।

পদ্ম ফুলের পুষ্পশোভিত
দেবত্বের স্বাদ,
ক্যামেলিয়ার ইচ্ছে, আবেগ
প্রকাশে নেই খাত।