বাস চলে আকাশে,
ট্রেন চলে বাতাসে।
গাড়ি চলে মাঠেতে,
মানুষ হাঁটে পাতালে।
ঘুড়ি উড়ে রাস্তাতে,
মুড়ি ভাঁজে কাস্তাতে।
মাছ থাকে ডাঙাতে,
মানুষ ভাসে হাওয়াতে।
এইসব সম্ভব,
একটিই স্থানেতে।
কল্পনার দেশ ছাড়া,
কোথায় আর নহে যে!