মায়াবী আদলে চাহিয়া রহিয়া
ভুলাইয়া সকল কষ্ট!
ওহে রমণী,
পারিবে কী আমারে প্রদান
করিতে তোমার সেই হাস্যেজ্জ্বল
মুখশ্রীর কারণ হইবার গূঢ় রহস্য?