ফুল সুন্দর বৃ-ক্ষে,
শিশু সুন্দর মাতৃব-ক্ষে।
চাঁদ সুন্দর রাত্রি-তে,
সূর্য সুন্দর দিবা-তে।
পুরুষ সুন্দর ব্যক্তিত্ব-তে,
নারী সুন্দর অস্তিত্ব-তে।
ভালোবাসা সুন্দর কল্পনার জগ-তে,
একাকিত্ব সুন্দর বাস্তবতার জগ-তে।
মানুষ সুন্দর আচর-ণে,
সমাজ সুন্দর দৃষ্টিকো-ণে।
ভাষা সুন্দর ব্যাকার-ণে,
নিরবতা সুন্দর নিজ জীব-নে।