শত হাজার বছরের অধীর প্রতীক্ষার শেষে,
বাংলা মায়ের আকুল স্নেহময়ী কোলে আসলে
স্বাধীনতার গল্পকার, বাঙালির সবচে' প্রিয় বন্ধু।
বাংলার আকাশ,-বাতাসও যাকে চিনে
তুমি সেই; তুমি-ই.... সেই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
পুরনো যুগ যাবে, নতুন যুগ আসবে
যুগেযুগে নদীর স্রোতের মতন, তোমার কীর্তি রইবে বহমান
তুমি তো বাঙালির প্রাণ
প্রত্যেক বাঙালি হৃদয়ের প্রতিচ্ছবি
বাঙালির নয়নের মণি
যতই দিন যাবে,
তুমি......বাঙালির হৃদয়ের আরো গভীরে প্রবেশ করবে
তুমি... তো..
বাংলার স্বাধীনতার সূর্য উদয়কারী
মুক্তির পথ প্রদর্শনকারী
বাংলাকে ভালোবেসে, বাংলার মাটিতে মিশে
তুমি....অমর হয়ে রবে
আমরা একদিন, বয়সের ভারে ক্লান্ত হবো
তুমি.....অনন্তকালের জন্য তরুণ হয়ে থাকবে।