মুছে গেছে সব স্মৃতি,
যত ছিলো খ্যাত-অখ্যাত।
মানিনা আর রীতিনীতি,
আপনি-ই যখন অভ্যাগত।
ভিনদেশে নতুন বেশে,
আবার হবো সোনার মানুষ।
হয়তোবা ফের যাবো ফেসে,
জ্বলে যেমন উড়ন্ত ফানুস।
ছলছলনায় হবো দাস,
দেখবো কেবল ছোট্ট আকাশ,
বিনাশকালে বুদ্ধি নাশ।
কিংবা হয়তো বেড়াবো ভেসে,
ধানসিঁড়ি পাড়ে,সংধরে অক্লেশে,
ছোট্ট হাতে ধরবো ঠেসে,
মরবো নিশ্চয় -সবিশেষে।