হাজার লক্ষ টাকার পাহাড় গড়ে
কি-ই বা লাভ
আশেপাশে দেখে মনে হয় বারেবারে
কিসের যেন এক অভাব
এই অভাব থাকে সবসময়
এই অভাব দূর করতে সব সময় হয়ে থাকি তন্ময়
চারদিকে কেবল অভাব
টাকার অভাব
মনের সুস্থ পরিস্ফূটনের অভাব
মূল্যবাধের অভাব
মানসিকতার অভাব
কেবলমাত্র সীমাহীন লোভ
যেন সবার মনে জমে আছে এক হিংস্র পশুর ক্ষোভ
সবাই কেবলই বলছে চাই, চাই
আরো চাই
যত পাই ,ততই চাই
কারো যেন কোন প্রকার সুখ নাই
সুখী হওয়ার লোভে
সকলেই,
অভাবে গেছে ডুবে
এই করে করে
একদিন,
তাদের জীবন প্রদীপ যাবে নিতে।