অনন্তকাল ধরে
এপার বাংলা থেকে ওপার বাংলায়
হাজার বছর লড়ে
ঘরের লক্ষী ঘরের শোভা বৃদ্ধি করে যায়
হোক তা সকালে, হোক তা বিকেলে
হোক তা রাতে বা সন্ধ্যায়
এপার বাংলা থেকে ওপার বাংলায়
ঘরের লক্ষী বংশের মান বাড়িয়ে এই যায়
এপার বাংলা থেকে ওপার বাংলায়
ঘরের লক্ষী আজীবন যুদ্ধ-সংগ্রাম চালিয়ে যায়
ক্লান্তিহীনভাবে পরিবারের আন্তঃ বন্ধন রক্ষা করে যায়
ঘরের লক্ষ্মী আজীবন ঘর সামলে যায়
ঘরের লক্ষী খুব অল্পই এর প্রতিদান পায়
তবুও ঘরের লক্ষ্মী সারাক্ষন শুধু ঘরের কথা-ই ভেবে যায়
ঘরের লক্ষী তার বুক বাঁধে আশায় আশায়
আশা গুলো ব্যর্থ হলেও ভোগে না হতাশায়
এপার বাংলা থেকে ওপার বাংলায়
ঘরের লক্ষী নতুন করে স্বপ্ন দেখে যায়।
পুরো সমাজ পরিবার-সমাজ তার সাফল্য
কুঁড়ে কুঁড়ে খায়
তবুও এপার বাংলা থেকে ওপার বাংলায়
ঘরের লক্ষী আত্মবলিদান দিয়ে যায়।