আমার আমি অন্যরকম সুরে,

ছন্দোবদ্ধ মেঘে ফানুস উড়ায় ।
রঙবেরদের ফানুসে আকাশ যায় ঢেকে,
আবার সেগুলো হারিয়ে যায়।

ভিন্ন কোনো সুরে,

ভিন্ন ছন্দের খোজে,

তুলতুলে মেঘসব যায় ছড়িয়ে ,
আকাশের চারিপাশে,

রেখে যায় মিষ্টি সুবাস ,

বহু দিন চলে যায়

মিষ্টি সুবাশ

তবু পূরণ  নাহি হয় মোর সেই অসম্ভব অভিলাষ।

পাইনা সে ফানুস
যারে দিয়েছি উড়িয়ে
করি শুধু অপেক্ষা

দেহখানি ছড়িয়ে

তবু আসে না সে ফানুস
চির আক্ষেপ কাধে

আমি কয় বসে
আমি এখন অন্যরকম মানুষ

শূন্য হাতে উড়ায় না আর
রং-বেরঙের ফানুস

আর অপেক্ষা করি না

কেননা,

আমি এখন আজব প্রকৃতির মানুষ।।