বৃষ্টি মুখর ঘন মেঘভর্তি আকাশ, স্যাতস্যাতে সন্ধে
মাগরিব বেলার অক্ত

বুঝতে আমার বাকি নেই যে
এই ধরায় আমার বেঁচে থাকা শক্ত

আমি চাইনা বাঁচতে
এই ধরায়
যেথায় রাজপথ দিয়ে

গরীব দু়ঃখীর তাজা রক্ত গড়ায়

যে ধরায় গরীবের গোশত খেয়ে
মোটা হয় দুষ্কৃতীকারী

বহুদিন ধরে অত্যাচার করে করে
তোদের পাপের পাল্লা হয়ে গেছে ভারী
অত্যাচারিত হয়ে হয়ে
বেড়ে উঠেছে মনোবল

বন্ধ করে দে,
গরীবকে মেরে টাকার পাহাড় গড়বার ছল
তোদের খুন পিয়াসী গলার সে

রগগুলো ছিড়ে যেদিন পারবো ঘাড় মটকাটে
তোরা বুঝবি সেদিন যে
আমারা গরীব দুঃখীরাও শিখেছি বাঁচতে।

04/02/20