স্রষ্ঠা আমাতে  দিয়াচে  ভরিয়া,
সকল খারাপ স্বভাব ।
গুণ থাকতেও থাকি পদতলে ,
কাটেনা কভু অভাব।
মানুষ আমি,আমি জ্ঞানী ,
সত্যি নয়কি ছায় !
কাব্যিক সুরে কবি আমি ,
বাঙালি আমি তাই।
ধর্মের কাজে সাধক আমি ,
গানের প্রাণ গাইয়ে,
এমন গান গায়  আমি,
যা যায় সবার মন ছুঁয়ে ।
গল্পের উৎকর্ষে শ্রেষ্ঠ এক গল্পকার ,
প্রবন্ধের ধারায় প্রাবন্ধিক ,
কবি সুকান্তের আমিই রানার !
আমিই সেই দুর্ভাগা প্রান্তিক ।
আমিতো বাঙালি ,আমিতো শ্রেষ্ঠ ,
আমি করি অহংকার!
আমাতেই ভর ,করে পরশ্রীকাতর ,
সবিশেষে থাকি নির্বিকার !