ভালোবেসে ফেলি ভুল মানুষে, নয়তো ভুল সময়ে
কুয়াশাজড়ানো ঘাসের উপর হাঁটছি একা নগ্ন পায়ে
হিমেল স্পর্শ পায়ের পাতায়,প্রেম সে তো বিষাদে ভরা।
বসন্ত এসে গেলেও আমার শীত ভালো লাগে
আকাশে রূপালি চাঁদেরহাট বসলেও আমার আমাবস্যা ভালো লাগে
দক্ষিণা বাতাস এসে বুকের উচ্চতা বাড়ালেও
আমার ভালো লাগে কাল বৈশেখী
আমায় তুমি ব্যাথা দাও, অবহেলা করো
তবুও আমি তোমায় ভালোবাসি।
রক্ত দিয়ে ভালোবাসার মূল্য নিতে চাও?
নাকি চাও দূরে গিয়ে ভালোবাসার প্রমান?
চাইলে শহরের রাস্তায় রক্ত মাখা লাশ দেখবে
নইলে গোরস্তানের লাল জবা গাছের নিচে কবর
চলে যেতেই পারি নক্ষত্র সমান দূরে তোমার জন্য।
ঐ দেখো দূর নীলিমায় মিশেছে রামধনু
বেদনার হাতে হাত রেখে ভালোবেসে আজ নতজানু
বেদনার রঙে আঁকা সপ্ত রঙের ধনু
চাইলেই এঁকে দিবো হৃদয়ের লাল রঙে,
আমরা প্রতিবার-
ভালোবেসে ফেলি ভুল মানুষে, নয়তো ভুল সময়ে।