সম্পর্কের বয়স বাড়লে সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায় কেন?
নতুন ঠিকানায় চিঠির সংখ্যা বাড়ে কেন?
আর ও আমায় বলে ছিলো ভালোবাসে,
তাই তো আমায় ধোঁকা দিতে পারবে না,
আমার সাথে থাকা অবস্থায় অন্য কারো সাথে?
এ তো ধোঁকা হবে, যা ও দিতে চায় না
তাই তো চলে গেলো দূরে, যাতে ধোকা হয় না!
তবু ও শেষ বার চেয়েছিলাম সব ভুলে যেন
আবার আসে ফিরে আমার দড়জায়।
যত আত্মসম্মান, আত্নমর্যাদা সব ভুলে
শেষ বার বলে ছিলাম ফিরে এসো!
যেখানে তোমার মনের নতুন গন্তব্য, প্রয়োজনে,
সেই মানুষটার হাতে পায়ে ধরবো, তাকে বুঝাবো
আমার অনুভুতি, তোমার উত্তর সেই "না"।
তুমি চলে গেলে নতুন ঠিকানায়, আর ফিরলে না।
একটা মানুষ কে এতো যত্ন নিয়ে ভাঙ্গা যায়?
তিলে তিলে গড়ে তুলে আবার সমাপ্তির আনন্দে ভাসা যায়?
এতো গুলো দিন, এতো এতো স্মৃতি কত শত কথা
এসব কি এতো সহজেই ভুলে থাকা যায়?
এতো তারাতারি সব ভুলে নতুন মানুষে ডোবা যায়?
জীবনের সফলতার অজুহাতে চলে যেতে চাইলে,
তবুও কেন মিথ্যা আশ্বাসে আমায় ডোবালে?
আমার না হলে, অন্য কারো হবে না বলে;
সেই অন্য কারো হয়েই আমায় ভুলে গেলে!
একদিন সাঁঝের বেলায়
রূপোলি চাঁদের আলোয় বসে
আমায় তোমার ঠিক মনে পড়বে,
সে দিন যদি অনুশোচনায় ভুগে, মন চায় একবার
দেখে আসি কেমন আছে প্রাক্তন,
আমায় খুঁজো না সেই রাতে
আমি এখন অনেক দূরে,
তোমার তাকে রাখা বই
"বৃষ্টি বিলাস"১০১পৃষ্ঠা খুলে দেখো!
আমি আর ফিরবো না পুরোনো পাতায়,
আর জড়াবো না কোনো ভালোবাসায়,
মেমসাহেব আমি গেলাম, তুমি ভালো থেকো!