কোনো এক শহরের গলি
আমার পায়ের প্রতিটি শব্দ চিনতে পারতো।

ঐ গলির মাঝামাঝি একটা দরজা ছিলো আমার নামে,

একটা জানালা আমায় চিনতো।

দেখো তোমাকে একটা কথা বলি,

আমায় কখনো ছেড়ে যেও না

যদি কখনো ছেড়ে যাও,আর ফিরে এসো না।

এই শহরের শাসকেরা থাকতে পারেনি তো কি হয়েছে?
শহর তো রেখে গেছে,

আমার নষ্ট জীবনে তুমি থাকতে পারো নি তো কি হয়েছে?
স্মৃতি গুলো তো থেকে গেছে।

আমার ভালোবাসার গভীরতা ই বা কতটুকু?
তোমায় ডোবাতে পারেনি!

তুমি আমার হও বা না হও
আফসোস! আমি তোমার হতে পারিনি।

তোমার পুরোনো বাগিচায় হয়তো নতুন ফুল ও ফুটতে শুরু করেছে।

আমার বাগান পুড়ে ছাই মন খারাপের দাবানলে।

আমিই শুধু ভালোবেসে ছি তোমায়
তুমি কেন ভালোবাসতে পারো নি আমায়?