বিবেকের কাছে প্রশ্ন করো?
আয়নার সামনে দাড়াও?
সকাল বেলা আকাশ দেখো?
ঐ হাত টা বাড়াও?
অন্য কাউকে ভালোবাসো?
আমায় করো মনে?
এতো জলদিই ভুলতে পারো?
অন্য হাত টা ধরে!
সন্ধ্যা গুলো আমার ছিলো,
অন্য কারো আজ।
আমায় নাকি বেসেছো ভালো,
মিথ্যে ছিলো, একটুও নাই লাজ?
কেমনে পারো মিথ্যে খেলা?
কেমনে পারো ভুলতে স্মৃতি?
কেমনে পারো অন্যের হতে?
আমার জীবনে করে ক্ষতি?
জবাব আছে? সাহস আছে?
আমার সামনে আসার?
কোনো কারণ আছে তোমার কাছে,
আমায় ছেড়ে যাবার?
এতো গুলো দিন মিথ্যে ছিলো?
"ভালোবাসি" ও কি মিথ্যে বলো?
আজ যেভাবে কথা বলো
অন্যের জন্য প্রতীক্ষা করো
আমার জন্য ছিলোনা কিছুই?
বেওয়ারিশ লাশ আমি তোমার পিছুই,
ময়না তুমি তদন্ত করো,
কেঁটে দেখো হৃদপিণ্ড
তোমার নামের স্পন্দন যত
পুরো বক্ষপিঞ্জর ক্ষতবিক্ষত।
লক্ষ হাজার নিযুত কোটি
প্রশ্ন নিয়ে সন্ধ্যা বেলা
উত্তর একটাও দেবে না তুমি
তাই নিজের সাথেই খেলি প্রশ্ন প্রশ্ন খেলা।