তুমি চলে যাবার পরে যতটা রাত আমি কেঁদেছি
তা দিয়ে আলবাদ ভিজিয়ে দেয়া যেত উত্তর আফ্রিকার সাহারা,
তোমার জন্য যত কোটি বছর অপেক্ষা করেছি-
এতো অপেক্ষায় বোধহয় ঈশ্বর ধরা দিতো,
তোমাকে পাবার জন্য যত যুদ্ধে আমি প্রাণ নিয়েছি-
এর সংখ্যা বোধহয় ২য় বিশ্ব যুদ্ধের থেকেও বেশী,
তোমার জন্য বুকে জমাট বাঁধা যত বেদনা গলিয়েছি-
এতো বেদনায় বোধহয় সাইব্রেরিয়ার সব বরফ গলে যেত,
তোমায় নিজের করে পাওয়ার জন্য ধ্বংস করে দিয়েছি ট্রয় নগরী।
তুমি চলে যাওয়ার পরে হৃদয়ে যে ভালোবাসার খরা নেমে ছিলো-
সে উপত্যকায় ধ্বংস হয়ে গেছে সিন্ধু সভ্যতা,
তোমায় আরো একবার দেখার জন্য -
আমি ছুটে গিয়েছিলাম মেসোপোটেমিয়া।
প্রাচীনতম এই ভালোবাসার পর
আমি তোমায় পাইনি,
আমি কিছুই পাইনি দুঃখ ছাড়া।
আমায় তুমি কতটা দুঃখ দিয়েছিলে-
যেদিন বারান্দায় বৃষ্টির ঝাপটা তোমার বুকে পরবে,
সেদিন শূন্য বুকে মানুষ হারানোর বেদনা পাবে,
আর,
আর জানতে পারবে দুঃখ কি!