মন খারাপের বিকেল বেলা
অলস দুপুর পরে,
মন আলপিনে তোমার স্মৃতি
বৃষ্টি হয়ে ঝড়ে।
বাইরে তাকাও জানলা দিয়ে
বৃষ্টি হচ্ছে আজো,
সেদিনের মতো বিকেল টা আজ
বাড়িস ঝড়ো ঝড়ো।
শুনেছিলাম বৃষ্টি ছুঁয়ে কিছু চাইলে
ভাগ্যে থাকে তা,
দৌড়ে গিয়ে বৃষ্টি ছুঁলাম
তোমায় চেলাম না।
এমনই একটা বিকেল চাই
ব্যাপক বৃষ্টি হোক,
মন খারাপের বিকেল বেলা
তোমায় ভোলার শোক।
তোমার দেওয়া সময় যন্ত্র
অচল পরে আছে,
সচল হলেই প্রশ্ন করা
সময় গেলেই কেন, মানুষ বদলে যায়?
এতো গুলো দিনের কথা
এতো এতো মনের ব্যথা
সব চাইলেই (কি) ভোলা যায়?
আকাশ ভেঙে বৃষ্টি নামুক
ধুয়ে যাক সব স্মৃতি
আমায় তুমি ভুলতে থাকো
এই তো প্রেমের রীতি।
আজো সাঁঝ হবে
আজো রাত হবে।
বেখেয়ালে প্রশ্ন করো
রাত্রি কাকে বলে?
তুমি ঘুমোলেই প্রভাত বেলা
আমি ঘুমোলে রাত্রি কাটে ধীরে।
দূর আকাশে চাঁদে গিয়ে বলো,
চাঁদের বুড়ি কই?
চাঁদের কলঙ্কে বুড়ি গেছে চলি,
আমায় যেমন রেখে গেছো তুমি,
আজ বিকেলে আমি আর সে নই।