হৃদয়ে কারফিউ, ১৪৪ ধারা
জনমানবহীন প্রান্তে আমি একা বিদ্রোহী সত্তা,
প্রেম কিংবা প্রেমিকার জন্য আন্দোলন
আমারই হতে হতে হবে।
আমার আকাশের চাঁদ,
অন্য ঘরের ছাদে কেন উঠবে?
আমরণ অনশন, এক দফা এক দাবী
জ্বালাও পোড়াও রাজনীতি
টং দোকানে উৎসুক জনতার ভীর, চেঁচামেচি,
প্রেমিকার স্বৈরাচারী সিদ্ধান্তের সমালোচনা
সব তোমার জন্য!
এখন রাস্তায় বেড়োলে পুলিশেরা সন্দেহের চোখে দেখে,
পার্টি অফিস পুরোটা ফাঁকা, ঢাকার চাকা বন্ধ
মিথ্যে প্রজ্ঞাপণ, চোখের সামনে মুলো ঝোলানো রাজনীতি-
সেই সাথে "সারাজীবন তোমারই থাকবো" নামক মিথ্যে প্রতিশ্রুতি,
প্রেমিকারা এমনই করে, এমনটাই হয়।
তাইতো আমার মতো হাজার হাজার স্বপ্নভঙ্গ প্রেমিক,
হৃদয়ে একরাশ দুঃখ আর বলতে না পারা আঘাত সমেত রাস্তায় নেমেছে।
শাহবাগের রাজপথ তাই উত্তপ্ত ঝাঁঝালো স্লোগানে-
"প্রেমিকার ফাঁসি চাই, দিতেই হবে।"
কিছুক্ষণ আগে ব্যার্থ প্রেমিকদের একটা বিশাল মিছিল
আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭ এ গেলো
শুনলাম পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া
ককটেল, টিয়ারশেল, জলকামান, রাবার বুলেট
কিছুই থামাতে পারছেনা জনতার স্রোত।
সামনের সারিতে সদ্য বুকে লোম গজানো এক বালক,
শার্টের দুটো বোতাম খোলা চুল গুলো বড়
হাত মুষ্টিবদ্ধ করে সামনে এগোতেই-
প্রচন্ড শব্দ শুনলো আর নাকে পেলো পোড়া বারুদের গন্ধ।
ঠিক যে জায়গায় প্রেমিকা জলন্ত তীর ছুড়েছিলো
সেই জায়গা থেকে বেড়ে পড়ছে রক্ত, লাল রক্ত
রক্তে ভিজে গেলো বুকের লোম-শার্ট
নিমেষেই শরীর হয়ে গেলো শক্ত।
পিছনে প্রমিকদের স্লোগান তীব্রতর হলো,
'আমার ভাইয়ের রক্ত,বৃথা যেতে দেবো না।'
এবার কি তোমার মন গলবে?
যাকে এতো এতো মিথ্যে কথা দিয়েছো,
এত স্বপ্ন যার ভেঙেছো-
নতুন করে তার স্বপ্ন কি গড়বে?
এক দফা এক দাবীতে আন্দোলনরত আমরা প্রেমিক সমাজ,
যতদিন দাবী আদায় না হয়, রাজপথ ছাড়বো না।
অর্থাৎ, আমরা আবার প্রেমে পড়বো, ভালোবাসবো,
প্রতারিত হয়ে 'তোমাকেই চাই' আন্দোলনে
স্লোগানে, বিক্ষোভে,সমাবেশে কিংবা গায়েবানা জানাজায়
তোমাকে পাওয়ার দাবীই করবো।