তোমার খেয়াল এখন আর বেশী ক্ষণ থাকে না,
কোনো দুঃখ ই বেশী দিন স্থায়ী হয় না।
তোমার স্মৃতি এখনো আমায় মাঝে মাঝে উদাস করে,
তবে এই অবস্থাও বেশী কাল থাকে না।
আমি তোমায় ভুলে যাচ্ছি ধীরে ধীরে-
আমার ভালোবাসা তো এতো কম না।
আমি এতো স্বার্থপর কেন?
আমার ভালোবাসা তো শেষ হবার কথা ছিল না
তবে কেন সব শেষ হয়ে যাচ্ছে? কেন ভুলছি তোমায়?
কেন ভুলছি প্রথম দেখায় তুমি নীল রং পড়েছিলে?
চোখে গাঢ় কাজল, কপালে টিপ ছিলো না,
চোখের দিকে তাকিয়ে বলেছিলে, আমারই থেকো-
সব ভুলে যাচ্ছি মনে করতে পারছি না।
মস্তিষ্কে অত্যাচার করে করে তোমায় মনে করছি,
ও সব ধীরে ধীরে দিচ্ছে মুছে,
চোখ বন্ধ করলে এখন পারি না তোমায় কল্পনা করতে,
আমি কি তবে তোমায় আর ভালোবাসি না?
আমার থেকেও ভালো কাউকে খুঁজছো পৃথীবিতে,
পেয়ে গেয়ে জিতে গেছো হয়তো,
তোমার জন্য পৃথিবীই ছেড়ে দেবার কথা ছিল আমার-
আমি বেঁচে আছি আজো! আমি কি স্বার্থপর?
এতকাল যে মানুষটা ছিলো আমার কাছে এতো দামী-
সে আজ আস্তাকুঁড়ে গেলেও আমি কিছু অনুভব করি না।
আমি ভুলে গিয়ে তোমায়, নিজের কাছেই ছোটো হয়ে গেছি
আমি ভালোবেসে তোমায় নিঃস্ব হয়ে আছি।
বোধহয় ভালোই বাসিনি তোমায়,
তাইতো এতো সহজেই সব ভুলে গেছি।
জানো আমি ইদানীং খুব মিথ্যে কথা বলি,
মিথ্যে আশা দেখিয়ে তোমার মতই মানুষ ঠকিয়ে চলি।
ভালোবাসি র মতো মিথ্যা কথা অবলীলায় বলে যাই,
তোমার ইচ্ছে রাখবো বলেই আমি তোমায় ভুলে যাই।