আমায় একটু ভালোবাসা দেবে?
আমার হাতে হাত রেখে দিগন্তের পথে হাঁটবে?
আমায় নিয়ে পাখি হয়ে উড়ে যাবে পর্বত কিংবা পাথারে?
আমায় কি একটু খানি ডুবতে দেবে তোমার ভেজা কাজলে?
আমি সাঁতার জানি না, তোমার চোখের অতলে ডুবে যাবো তাই সাঁতার শিখি নি;
মা কত করে বললো বাছাধন সাঁতার শিখে নে, মরবি নইলে তরী ডুবলে;
শেষে মা 'ই' মারা পর লো,আত্রাই এর আঘাতে, কতদিন পাইনি তার দেখা,
আজো সাঁতার শিখতে পারিনি তোমার চোখে ডুববো বলে।
আর কত? আর কত কাল,কত তিথি থাকবে একা একা?
আমায় একটু ভালোবাসা দাও! একটু খানি করুণা করো।
আমায় একটু জড়িয়ে ধরো,যেভাবে মাকড়সার জাল পতঙ্গ ধরে ফেলে,
আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলো আমায় তোমার বুকে।
আমি চাইলেও যেতে দিও না,আমায় শক্ত করে ধরো।
আমায় করুণা করে হলেও ভালোবাসো!
বলো বাসবে তো ভালো? নাকি! নাকি মহাবিস্ফোরণের পরে যেভাবে দূরে চলে যাচ্ছে নক্ষত্র থেকে নক্ষত্র,
সেভাবে আমাকেও দূরে ঠেলে দেবে?
প্রতিটা ভালোবাসার অবসানে ফলাফল যেমন রিক্ত
ঠিক সেভাবে আমার ভালোবাসার প্রতিদান দেবে কষ্ট?
তবে তাই দাও! আমায় তুমি দুঃখ দাও;
যদি পারো দুখের আগে একটু খানি ভালোবেসে নিও।
আমি শুধুই তোমার ভালোবাসা চাই,
আমি তোমার জীবনের প্রথম প্রেম হবো;
চারুলতা! আমার আর কোনো ইচ্ছা নাই,
এবার আমি মারা যাবো।
১৪ ই মাঘ ১৪২৯
সময়: ০৩.৪৩