চারিদিকে কেবল কালো মেঘ আর বর্ষা,
কষ্ট গুলো ভীষণ রকম কষ্ট, অসহ্য য-ন্ত্রণা,
জীবন যেন সন্ধ্যার জোনাক পোকা
ঝোড় হাওয়া, বাদল বেদনা।
উড়তে গিয়ে ছিন্ন হয় দেহ,
আছড়ে পড়ি বারিস ফোটায় যত্রতত্র।
যদি পারতাম প্রেয়সীর জানালায় গিয়ে আছড়ে পড়তাম,
শেষ বার জ্বলে উঠে আত্মহত্যায় প্রাণ দিতাম,
মৃত্যুর দায় কে নেবে আমার? তুমি?
হ্যাঁ তোমাকেই নিতে হবে।
আমাদের ব্যক্তিগত সময় গুলো -
জুঁই আর চামেলি কি সত্যি ছিলো?
অনেক করে চেয়ে যে পারেনি ভালো বাসতে আমারে,
আজ অবেলায় কেন আমি তারেই চাই বারে বারে?
পানসে জীবনে নুন দিয়ে স্বাদ খুঁজে ফিরি,
পুরনো ক্ষত এখনও তাঁজা, কি করে আমি ভুলি?
আহা সেই কষ্ট ভীষণ করম কষ্ট, কষ্ট এতো কষ্ট কেন?
দুঃখ এতো দুঃখ কেন? বিষাদ এতো বিষাদ কেন?
তুমি? তুমি এতো পাষাণ কেন?
স্বল্প সময়ে জীবনে নতুন সভ্যতার বীজ বপে চলে গেলে,
ফিরে তাকালে না একবারো -
পুরনো প্রেম ফিরে এলো-
যদি তারি হবে আমার কেন হলে?
কেনইবা দুঃখ দিলে, কষ্ট দিলে জীবন নিলে?
এখন কেন করছো রোদন?
কেন তোমার পাশ্বে রবীন্দ্রনাথ বাজছে?
খোদা, তুমি মিকাঈলকে বলো বৃষ্টি ঝড়াক
আমার প্রিয়তমা কাঁদছে!