আরাফাতের এই মরু প্রান্তরে, লাখো সাদাপোষাকী,
চোখের জলে ভেজা মরু আজ প্রায়শ্চিত্ত পাপ বিনাশী।
খোদা তোমার তরে মম বাসনা, নিয়ে যাও একবার
ইহরামের চাদরে জড়িয়ে নিও, করিও তাওয়াফ সাতবার।
মুযদালিফায় চাঁদনী রাতে কঙ্কর যেন মুক্তা লাগে
লোভের যত মাথা খেয়ে, মিনায় পাথর নিক্ষেপে।
মাবুদ মোরে নিয়ে যাও সেথায়,
কাঙ্গাল বান্দা হজ্জ ব্রতী তা-ই।
তোমার তরে আমি হজ্জ পথিক
আমার জবানে বলিও মাবুদ
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা - লা - শারিকা - লাকা লাব্বাইক।
পিয়ারা হাবীব মুহাম্মাদের রওজা,
এই অভাগারে একবার দেখিও আল্লাহ।
দেখিও হাবীবের যত স্মৃতিচিহ্ন
মরু সাহাবা আলী, আবু বাকার, ওমর, উসমান
যেথায় পরেছে এসব প্রিয় মানুষের পদচিহ্ন।
ওহুদ, বদর, খায়বার সহ সব জায়গায়
আমায় তুমি নিয়ে যাও, করি প্রতিক্ষা তার জন্য,
প্রতি সিজদায় আমার মোনাজাত ,
রব আমি কবে সেই হজ্জে যাবো?