এই শহরে প্রেম হয় না,
এই শহরে ভালোবাসা হয় না,
এই শহরে কেবলই বিচ্ছেদ।
এই শহরের হকাররা,
মন খারাপ হেঁকে বিক্রি করে।
এই শহরের গাড়ি গুলো,
মানুষ পিষে চলে।
এই শহরের পকেটমার
পকেট কেটে হৃদপিণ্ড নিয়ে নেয়।
এই শহরের ছিনতাই কারী
ছিনিয়ে নেয় ভালোবাসা।
এই শহরের দোকানে, পণ্য নয়
কান্না বিক্রি হয়।
এই শহরের রেস্টুরেন্টে খাদ্য নয়
যন্ত্রণা পাওয়া যায়।
এই শহরে কেউ ফুটবল কিংবা
ক্রিকেট বল দিয়ে খেলেনা-
মানুষের মন তাদের খেলনা।
এই শহর মধ্য প্রাচ্যের মরুভূমি
বৃষ্টি হয় না।
এই শহরে প্রেম হলেও
কখনো তা টেকে না।
এই শহরে বাতাস নয়
পচা লাশের গন্ধ বয়
এই শহর আসলেই তোমায়
এই শহর আমার নয়।