বহুবছর আমাদের দেখা হয় না
শরীরে শরীরের দূরত্ব মাপা হয় না
আহ্লাদী দুষ্টুমিতে ভোর হয় না
কেমন বিচ্ছিরী এক অবস্থা।
তোমার আমার মাঝে একটা দেয়াল দাঁড়িয়ে আছে,আছে তো আছেই
না বাহির দেখা যায়, না ঘর, না তোমাকে
শুধু ভোরের আজান শুনা যায়
আমি যেমন চোখের নিচে কালশিটে দাগ ফেলে আজান শুনি
তুমিও শোনো জানি।
শুনতে থাকো এ আর এমন কি
গেলো জন্মে না দেখে, না শুনে, না বুঝেই বিদায় নিয়েছো
এজন্মে তো তোমাকে শুনে, তোমার কান্না দেখে, তোমাকে বুঝেই বিদায় দিয়েছি
তুমিও দিয়েছো।
সবকিছুতেই কেমন সমান সমান হতে চাইতাম আমরা অথচ
তুমি কষ্ট দাও আমি ফিরে ফিরে আসি
আমি কষ্ট দেই তুমি দূরে দূরে যাও
অতিরিক্ত কষ্টে মানুষ আর কাঁদে না।
আমিও কাঁদি না, তুমিও কাঁদো না
শুধু আমাদের দীর্ঘশ্বাসের দেখা হয়
তাদের কথা হয়, একে অন্যকে জিজ্ঞেস করে ভালো আছো?
মাস যায়, বছর যায়, যুগ কেঁটে যায়
যুগের একশ টা সংখ্যা পার হয়ে যায়
তবু আমাদের দেখা হয় না
একে অন্যকে জিজ্ঞেস করতে পারি না
কেমন আছো? ভালো আছো?
ভালো থাকতে পারো?
___?
১৭-০২-১৮