কোন এক ঝকঝকে রোদেলা দিনে
এসো তোমরা- পতাকা টাকে ভাগ করে দেবো
চার কোনা সবুজ অংশ মুসলিমদের
টকটকে লাল বৃত্ত হিন্দু, বুদ্ধ,ক্রিশ্চানদের।
মুসলিমের সবুজ চত্তর ফুলে ফুলে ভরা থাকবে
হিন্দুদের লাল বৃত্ত রক্ত গঙ্গা বইবে
ক্রিশ্চান, বুদ্ধরা রক্তগঙ্গায় বেঁচে থাকার
সোপান খোঁজবে এভাবেই তো চলছে।
দয়া পরবেশ বেঁচে আছো
বেঁচে থাকো আরো ক'বছর
তোমরা সাম্প্রদায়িক বলো আমাকে
কি যাবে আসবে আমার?
বলতে পারবে কে? কবে? কখন?
অসাম্প্রদায়িক ছিলো?
আপন মানুষের অল্প কোন সাধারণ কথায়
হৃদয়ে কত রক্ত ক্ষরণ হয়
আমি কি আপন কেউ?
আমাকে আপন ভাবতে হবে না।
মনে করো মুচি,মুটেমজুর কেউ
চায়ের স্টলে বসে জ্ঞানী বক্তৃতা দিচ্ছে
চা ফুরালে দূরের কোন ট্রেনে ওঠে
সেও ফুরিয়ে যাবে আড়ালে চলে যাবে।
মানুষ বাঁচেনা কথা বেঁচে থাকে, কথা মরেনা
ধর্ষিতা বাঁচেনা ধর্ষন বেঁচে থাকে,
ধর্ষকের মাঝে বেঁচে থাকে
ধর্ষিতা তো সিঁদুর বাঁচতে গিয়ে মরে ভূত হয়েছে।
সবুজ পাতায় ঢেকে আছে নগরী
কালো বোরকায় ঢাকা নারী
নগরী এবং নারী দুইই প্রিয়
মানুষের দৌড় নারী যোনী থেকে নগরীর যোনি।

__পতাকা টাকে ভাগ করে দেবো

০৮-০৭-১৭